Uchu Buildingguloy Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
প্রিয় সেদিন
যখন বড় হব
অন্যদের প্রচেষ্টায়
কত শিক্ষা পাব
কোট-টাই পরিয়ে
ঢেউ খেলানো চুল ছেঁটে
পাঠাবে কাজে
উঁচু বিল্ডিংগুলোয়
বিদায় রোদ্দুর
খোলা প্রান্তর সুদূর
বিদায় ফুলদলকে
বিদায় তোকেও
ট্রেন লেগেছে স্টেশনে
আর দেরি নয়
চলেছি কাজে উঁচু বিল্ডিংগুলোয়
এখন অবসরের পালা
আমার জীবন শুধু আমার
সব খরচাপাতি শেষে
বাড়ি ফেরার
ভাবি কোথায় যে গেল
মাঝের সময়গুলো
যখন ছিলাম কাজে
উঁচু বিল্ডিংগুলোয়
বিদায় রোদ্দুর
খোলা প্রান্তর সুদূর
বিদায় ফুলদলকে
বিদায় তোকেও
ট্রেন লেগেছে স্টেশনে
আর দেরি নয়
চলেছি কাজে উঁচু বিল্ডিংগুলোয়
বিদায় রোদ্দুর
খোলা প্রান্তর সুদূর
বিদায় ফুলদলকে
বিদায় তোকেও
ট্রেন লেগেছে স্টেশনে
আর দেরি নয়
চলেছি কাজে উঁচু বিল্ডিংগুলোয়