![Ami Noi Tomar Keu (Dotara) [Akasher Gaaye]](https://source.boomplaymusic.com/group10/M00/10/07/ddb32b023393422a8368677e9dfa8531_464_464.jpg)
Ami Noi Tomar Keu (Dotara) [Akasher Gaaye] Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
আকাশের গায়ে
হালকা মৃদু বায়ে
তুমি তোমার সাথে
থাকো উদাসীনতায়
মেঘগুলো বদলায়
বদলিয়ে কত মানায়
তুমি তোমার সাথে
তবু উদাসীনতায়
আমি নই তোমার কেউ
জানি বলেছিল ঢেউ
নই কেউ
ঢেউ
জীবনরা মুছে যায়
সময়ও তাদের ভুলে যায়
তুমি আমার কাছে
আছো আমার মুগ্ধতায়
এলোমেলো উড়ছে চুল
তোমার হাওয়ায় আকুল
ভিজতে ভিজতে জল খেলায়
আছো আমার মুগ্ধতায়
আমি নই তোমার কেউ
জানি বলেছিল ঢেউ
নই কেউ
ঢেউ
ধংসগুলো ফাঁদছে মন
দুর্গমের পথ আয়োজন
তুমি আমার কাছে
কাঁদো রাতের মিশকালোয়
অভিমানে দিন যাপন
পাখির কূজন কাড়লো মন
তুমি আমার সাথে
হাঁটো আমার রূপকথায়
আমি নই তোমার কেউ
জানি বলেছিল ঢেউ
আমি নই তোমার কেউ
জানি বলেছিল ঢেউ
নই কেউ
ঢেউ