(Jatrinibash) Anekta Chole Asha ft. Joyjit Lahiri Lyrics
- Genre:Pop
- Year of Release:2019
Lyrics
অনেকটা চলে আসা হয়ে গেল এ আলোতে
এখন বিকেল চারপাশ
অনেকটা চলে আসা হয়ে গেল এ আলোতে
এখন বিকেল চারপাশ
রোদ খুব ম্রিয়মান তবুও তো লেগে আছে
রোদ খুব ম্রিয়মান তবুও তো লেগে আছে
মেঘহীন শান্ত আকাশ
অনেকটা ঘুর পথে হাঁটা হয়ে গেল তাই
হোঁচট হয়রানি সবই ছিল
তাড়া ছিল ভয় ছিল বেলা বুঝি ডুবে যাবে
হাতে ছিল এক রাস তাশ
একে একে খালি হল সব খেলা হয়ে গেল
একে একে খালি হল সব খেলা হয়ে গেল
রাজা রানী বাদশা গোলাম
সব খেলে সব ফেলে
এ কোন মায়াবিকেলে
সব খেলে সব ফেলে
এ কোন মায়াবিকেলে
অবশেষে তৃপ্ত হলাম
এখন আর তাড়া নেই
দিগন্তের সাড়া নেই
এখন বিকেল চারপাশ
এখন আর তাড়া নেই
দিগন্তের সাড়া নেই
এখন বিকেল চারপাশ
আর তো কিছুক্ষন
কয়েক যোজন দূর
আর তো কিছুক্ষন
কয়েক যোজন দূর
আর কয়েকটা মাঠঘাট
পেরোলেই যাত্রীনিবাস
অনেকটা চলে আসা হয়ে গেল এ আলোতে
এখন বিকেল চারপাশ
রোদ খুব ম্রিয়মান তবুও তো লেগে আছে
রোদ খুব ম্রিয়মান তবুও তো লেগে আছে
মেঘহীন শান্ত আকাশ