Ashbona Aar Phirey ft. Arunendu Das Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
আসবোনা আসবোনা আর ফিরে আমি
ফিরে এলেই চলে হয় যেতে পাছে
দূরের আমি যাবো দূরেই থেকে শুধু
মনে মনেই রব সবার কাছে
তোমরা আমার আর আমি যে তোমাদের
এই ভাবনার সান্ত্বনাটুকুই ঢের
বেশি কিবা তার আর আমার চাওয়ার আছে!
আসবোনা আসবোনা আর ফিরে আমি
ফিরে এলেই চলে হয় যেতে পাছে
দূরের আমি যাবো দূরেই থেকে শুধু
মনে মনেই রব সবার কাছে
তোমরা আমার আর আমি যে তোমাদের
এই ভাবনার সান্ত্বনাটুকুই ঢের
বেশি কিবা তার আর আমার চাওয়ার আছে!
আসবোনা আসবোনা আর ফিরে আমি
ফিরে এলেই চলে হয় যেতে পাছে
দূরের আমি যাবো দূরেই থেকে শুধু
মনে মনেই রব সবার কাছে।
তোমরা আমার আর আমি যে তোমাদের
এই ভাবনার সান্ত্বনাটুকুই ঢের
বেশি কিবা তার আর আমার চাওয়ার আছে!
আসবোনা আসবোনা