![Valobashi Priya Re ft. Rasel Rahman & Yesta Alam](https://source.boomplaymusic.com/group10/M00/05/12/b53c9431298b4225bb66d176042753ae_464_464.jpg)
Valobashi Priya Re ft. Rasel Rahman & Yesta Alam Lyrics
- Genre:Soul
- Year of Release:2022
Lyrics
কিছু স্বপ্ন পেল আজ
পূর্ণতার দেখা
তুমি হবে শুধু আমার
বলছে হাতের রেখা
ছুয়ে থাকো হৃদয়ে
সুখে রাখব জরিয়ে
এ বাধন ছিঁড়ে যাবেনা দূরে
ভালবাসি প্রিয়ারে
কাছে আয় খুব আদরে
ভালবাসি প্রিয়ারে
তুমিহীনা
যায় না বাচারে
তুমি এলে জীবনে যখন
সবকিছুই রঙ্গিন তখন
তোমার মায়ায় থাকি ডুবে
বল তুমি কি গো আমার হবে ?
ছুয়ে থাকো হৃদয়ে
সুখে রাখব জরিয়ে
এ বাধন ছিড়ে যাবেনা দূরে
ভালবাসি প্রিয়ারে
কাছে আয় খুব আদরে
ভালবাসি প্রিয়ারে
তুমিহীনা
যায় না বাচারে
ছিলে না গো তুমি যখন
আধার ছিল সারা ভুবন
আলো হয়ে এসে তুমি
করে নিলে তুমি আমায় আপন
ছুয়ে থাকো হৃদয়ে
সুখে রাখব জরিয়ে
এ বাধন ছিড়ে যাবেনা দূরে
ভালবাসি প্রিয়ারে
কাছে আয় খুব আদরে
ভালবাসি প্রিয়ারে
তুমিহীনা
যায় না বাচারে