![Ek Matro Meye Original Soundtrack](https://source.boomplaymusic.com/group10/M00/03/11/c8e2dd0a3cb146dc906440ffaa3f2eb1_464_464.jpg)
Ek Matro Meye Original Soundtrack Lyrics
- Genre:Soundtrack
- Year of Release:2024
Lyrics
ভালোবাসা হেরে যায়
আজ অভিমানের কাছে
দূরে চলে যেতে হয়
শত কষ্টের মাঝে
এভাবেই কী থেমে যায়,
সম্পর্কের বাঁধন?
ছিঁড়ে যায় প্রেমের সুতো
কারণ অকারণ
ভালোবাসা হেরে যায়
আজ অভিমানের কাছে
দূরে চলে যেতে হয়
শত কষ্টের মাঝে