![Toke Amar Kore Chai ft. Jolsha Siddike](https://source.boomplaymusic.com/group10/M00/02/19/80afe8448e384e4f845f89bc384fec4c_464_464.jpg)
Toke Amar Kore Chai ft. Jolsha Siddike Lyrics
- Genre:Soul
- Year of Release:2023
Lyrics
তোকে অল্প হলেও
আমি আমার করে চাই
কিছু গল্প হলেও
আমি লিখে দিয়ে যাই
তোকে অল্প হলেও
আমি আমার করে চাই
কিছু গল্প হলেও
আমি লিখে দিয়ে যাই
সত্যি বলতে আমি তোকে
আমার করে চাই
তোকে ছাড়া মিথ্যে হবে
পুরো পৃথিবীটাই
তোকে অল্প হলেও
আমি আমার করে চাই
কিছু গল্প হলেও
আমি লিখে দিয়ে যাই
তোকে অল্প হলেও
আমি আমার করে চাই
কিছু গল্প হলেও
আমি লিখে দিয়ে যাই
তোর হাসিতে বেচে থাকার
কারণ খুজে পাই
তোর মতো কাউকে এতো
মনে ধরে নাই
তোর গল্পের শিরোনামে
আমি থাকতে চাই
তোর নামের খুব অতলে
ডুবে যেতে চাই
মিথ্যেনারে আমি তোকে
নিয়ে বাচতে চাই
তোকে পেলে এই জীবনে
চাওয়া পাওয়া নাই