![Aalta ft. AshraF Towkir](https://source.boomplaymusic.com/group10/M00/05/05/ff7eae8ae77a4c959a0695c524b22e57_464_464.jpg)
Aalta ft. AshraF Towkir Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
পরীর হাসি দেইখা মনটা
আনচান করে হায়
কার রঙেতে সাজে কন্যা
আলতা রাঙ্গা পায়
পরীর হাসি দেইখা মনটা
আনচান করে হায়
কার রঙেতে সাজে কন্যা
আলতা রাঙ্গা পায়
তার মায়াবি চোখে যেন
হারিয়েছি আমি
আরে বোঝেনা সে কতখানি
আমার কাছে দামী
তার রুপের ঝলক
চোখের পলক
কেন পড়েনা
তারে দেখবো বলে
করি কত
তালবাহানা
আলতা পায়ে এলে যখন তুমি
আমার আঙিনায়
মনটা বলে তোমায় গেথে রাখি
আমার কলিজায়
আলতা পায়ে এলে যখন তুমি
আমার আঙিনায়
মনটা বলে তোমায় গেথে রাখি
আমার কলিজায়
তুমি বকুল ফুলের মালা
আমি মালার কারিগর
তোমায় নিয়ে স্বপ্ন সাজাই
আমি রাতভর
তুমি বকুল ফুলের মালা
আমি মালার কারিগর
তোমায় নিয়ে স্বপ্ন সাজাই
আমি রাতভর
আরে আমার রাজ্যে আমি রাজা
তুমি আমার রাণী
লিখে দেব জীবন একটু
ভালোবাসো যদি
তার রুপের ঝলক
চোখের পলক
কেন পড়েনা
তারে দেখবো বলে
করি কত
তালবাহানা
আলতা পায়ে এলে যখন তুমি
আমার আঙিনায়
মনটা বলে তোমায় গেথে রাখি
আমার কলিজায়
আলতা পায়ে এলে যখন তুমি
আমার আঙিনায়
মনটা বলে তোমায় গেথে রাখি
আমার কলিজায়