![Amar Beainshab ft. Rasel Rahman & Tahmina Tarin](https://source.boomplaymusic.com/group10/M00/05/11/3ff18d403dd547cba917bbf4486a4085_464_464.jpg)
Amar Beainshab ft. Rasel Rahman & Tahmina Tarin Lyrics
- Genre:Electronic
- Year of Release:2022
Lyrics
বিটের তালে তালে
আজ নাচবো সারা রাত
নো টেনশন ডু ফুরতি
করবো বাজিমাত
আরে রাখেন আপনার বাহাদুরি
সাইডে দেন চাপ
ড্যান্সফ্লোরে আইসা গেলে
পাইবেন না আর মাফ
যতই করেন তালবাহানা
আরে যতই করেন তালবাহানা
নাইত কোন লাভ
ভাব ভাব ভাব দেখায়
আমার বেয়াইন সাব
নানান পোজে সেলফি তুইলা
ফেইসবুক এ দেয় আপ
ভাব ভাব ভাব দেখায়
আমার বেয়াই সাব
বিউটিক্যামে সেলফি তুইলা
ইন্সটা তে দেয় আপ
রূপে পুরা ষোল আনা
মেকাপেরি ছাপ
টিকটকেরই সেলিব্রিটি
আমার বিয়াইন সাব
লাইক কমেন্ট আর শেয়ার গুনে
করছে সময় পার
লাভ রিএ্যাক্ট এর বেলায় এসে
মানতে হবে হার
রূপে গুনে মাশাল্লাহ
মদন মদন ছাপ
দেখতে পুরাই হাবা-গোবা
আমার বেয়াই সাব
স্নাপচ্যাটে তার হামাগুড়ি
টিনডারেতে ছাফ
ফেইসবুকে তার ফলোয়ার
আমার থেকে হাফ
যতই করেন তালবাহানা
আরে যতই করেন তালবাহানা
নাইত কোন লাভ
ভাব ভাব ভাব দেখায়
আমার বেয়াইন সাব
নানান পোজে সেলফি তুইলা
ফেইসবুক এ দেয় আপ
ভাব ভাব ভাব দেখায়
আমার বেয়াই সাব
বিউটিক্যামে সেলফি তুইলা
ইন্সটা তে দেয় আপ