![Boidhotar Oshukh](https://source.boomplaymusic.com/group10/M00/01/24/e5b23bbb20ba4cc4b83f62b570f0f99e_464_464.jpg)
Boidhotar Oshukh Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
কত শত নিষিদ্ধ সুখ ছিলো
তোমার আমার কত গোপন কথন
সবকিছু আজ বড় বৈধ
বড় বেশী আয়োজিত
স্পর্শের অধিকার নেই তোমার
তোমাকে মধ্যাংগুলির প্রনাম
তোমার বৈধতার অসুখ আমায় কাদায়
পলকেরি দেখা মরিচিকার মত
তৃষ্ণার্ত আমি ছুটে নিয়ে যেত
সবকিছু আজ বড় বৈধ
বড় বেশী আয়োজিত
স্পর্শের অধিকার নেই তোমার
তোমাকে মধ্যাংগুলির প্রনাম
তোমার বৈধতার অসুখ আমায় কাদায়
আজ বিছানায় সুগন্ধি বেলী
মাথার কাছে হিরন্ময় আলো
চারিদিকে এস্রাজের সুর
তবুও এ বিদ্যুতের চমক
আর দেখিনা কোন ভয়
আমায় ডাকেনা কেন জানিনা
তোমার বৈধতার অসুখ আমায় কাদায় আমায় কাদায়