Orbachin Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
প্রজ্জ্বলিত শিখায় লোহিত আলো দেখা যায় অনেক দূরে
তাইতো কত ক্ষত নিয়ে বুকে আমি ধাবমান তীব্র বেগে।
গগন জুড়ে নক্ষত্র বিথী ভাবে নীল আধার চিড়ে
আমি নিশ্চুপ থেকে থেকে দেখি ত্রিমাত্রিক এ জগতে।
ভ্রান্ত আমি শান্ত পথে ক্লান্ত চোখে বিনিদ্র হেটে যাই
অস্ফুট সব স্বপ্নের মাঝে কেনো বার বার আমি হেরে যাই।
এই ধরিত্রী তে কেনো আমরা মেনে না ও মেনে না জেনে?
কোন প্রলয়ের এত অসারতা জেনে না ও মেনে না জেনে?
তোমার আমার কিংবা সবার নীরব সুখ দুঃখের খেলা
অলীকের মাঝে অন্ধের পথে মিশে যায় শেষ বেলা
এ পৃথিবীর এত বাতুলতায় জীবনটা হচ্ছে হেলা,
ঘূর্ণনরত পৃথিবীতে শুধু চলছে স্রষ্ঠার খেলা
এই ধরিত্রী তে কেনো আমরা মেনে না ও মেনে না জেনে?
কোন প্রলয়ের এত অসারতা মেনে না ও মেনে না জেনে?
কি করতে চাও কি করতে পারো খুজে না ও খুজে না বুঝে
যা করছো সবই স্বার্থগত খুজে না ও খুজে না বুঝে।