![Porajito Bhalobasha](https://source.boomplaymusic.com/group10/M00/01/21/83e2e3864c5f4ddbb5729f7c56107275_464_464.jpg)
Porajito Bhalobasha Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
এক ধুলিকনার মাঝে পেয়েছি তোমায়
সে কথা আজো মনে পড়ে যায়
এক অন্তিম প্রহরে দেখেছি তোমায়
না পাওয়ার শংকায় মরছি যে হায়
এক অজানা কারনে চেয়েছি তোমায়
পাবো কি না পাবোনা ভাবিনা তো আর
সীমানা পেরিয়ে চলে গেছো দূরে
আজ তাই এ মনে নেই ভয়
প্রশ্ন থেকে যায় তবু মন বলে যায়
আসবে তুমি ফিরে
এক নীরব স্বপ্ন ঘোরে
দেখেছি আমি তোমায়
কি আশায় ভাবি আজো খেলাঘর
সীমানা পেরিয়ে চলে গেছো দূরে
আজ তাই এ মনে নেই ভয়
প্রশ্ন থেকে যায় তবু মন বলে যায়
আসবে তুমি ফিরে।