![Dui Hajar Ekattor](https://source.boomplaymusic.com/group10/M00/01/24/e5b23bbb20ba4cc4b83f62b570f0f99e_464_464.jpg)
Dui Hajar Ekattor Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
সেই ১৯৭১ হতে স্বাধীনতার মুখোশ পড়ে
আমরা সবাই হাটছি আজো, অসুরের হাত ধরে।
সেই ১৯৭১ হতে, স্বাধীনতার বেড়ি পড়ে
আমরা সবাই কাদছি আজো মুক্তির কারাগারে।
এই স্বাধীনতার জন্য পাড়ি দেবো আর কতো সমুদ্দুর
নাকি এ স্বাধীনতার সাল হবে ২০৭১!
আমাদের এই স্বাধীনতা মেটাবে না কারো খুদা
পাওয়াবে সবাই কে ভয়
কবে ফিরে পাবে এই স্বাধীনতা।
এই স্বাধীনতার জন্য পাড়ি দেবো আর কতো সমুদ্দুর
নাকি এ স্বাধীনতার সাল হবে ২০৭১!