![Bondishala](https://source.boomplaymusic.com/group10/M00/01/11/e4b1a23d27df41b996d8f1a097564df0_464_464.jpg)
Bondishala Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
পাহাড় চূড়ায় আমি আকাশ কত নিচে
মেঘের মাদুরে আমি স্তব্ধতায় মনে পরে
নেই কোনো ডাকঘর যে চিঠি দেবো তোমায়
নেই কোনো পাখালী যে চিঠি পাবো তোমার
তোমার হাতের ছোয়ায় হিম বরষায়
মনে আদিম উন্মাদনায়
কুকড়ে রই অই রাতের আঁধারে
তোমার নিঃশ্বাস আমার অনুভবে
তোমায় প্রয়োজন রাত পোহাবার আগে
ডানা মেলতে দূর দিগন্তে
রাতের আকাশ একলা চাঁদ চাঁদ একাকী
আমায় গ্রাস করে অতল সমুদ্র
সেই অসীম কিনারায় গ্রাস করে তুমি গন্তব্য
তোমার হাতের ছোয়ায় হিম বরষায়
মনে আদিম উন্মাদনায়