![Shob Plastic er Putul](https://source.boomplaymusic.com/group10/M00/08/19/1639090160c247c581bc87a0f2428c59_464_464.jpg)
Shob Plastic er Putul Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
অনেক অনেক অনেকদিন পর
দেখা হয়ে যাবে আমাদের
অনেক অনেক অনেকদিন পর
ভুলে যাবো আমাদের ভুল
বিষণ্ণ এক বাতাসে
উড়বে আমাদের খোলা চুল
অনেক অনেক অনেকটা পথ
আসবো ফেলে পেছনে
অনেক অনেক অনেক হাহাকার
থাকবে ঝুলে মেঘের ডানায়
স্মৃতির কাঁটা সব সরিয়ে
শহরে ফুটবে গোলাপ
অনেকদিন অনেকদিন অনেকদিন পর
অনেক অনেক অনেকদিন পর শহরে নামবে বৃষ্টি
অনেক অনেক অনেকদিন পর শহরে নামবে বৃষ্টি
বৃক্ষেরা নতজানু
নালায় ভেসে যায়
নালায় ভেসে যায়
সব প্লাস্টিকের পুতুল
সব প্লাস্টিকের পুতুল
সব প্লাস্টিকের পুতুল
সব প্লাস্টিকের পুতুল
অনেক অনেক অনেকদিন পর