![Pother Pathor ft. Rasheed Sharif Shoaib](https://source.boomplaymusic.com/group10/M00/03/25/3ae4ad82e62a440eba33364bade01969_464_464.jpg)
Pother Pathor ft. Rasheed Sharif Shoaib Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
বুকের ভেতর পাহাড় বাঁধো
পাখির পালক মনে
একটু না হয় পথ হারালে
নিজের প্রয়োজনে
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর
মানুষ বাঁচে আশার কাছে
আছে পুরোটা পথ খোলা
সকল পথের পাথর তুলে
নিজের পথে চলা
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর
বুকের মধ্যে স্বপ্ন টাকে
শক্ত করে ধর