![Amra Hoyto](https://source.boomplaymusic.com/group10/M00/01/07/0c7fef49c78542d381f0775305f9d2b4_464_464.jpg)
Amra Hoyto Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি
মাঝে মাঝে পায় ভীষণ কান্না
মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম
মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না
হয়তো দাড়িয়ে আয়না তোমায় দেখে
হয়তো তখন দেখছো অন্য কিছু
হয়তো দাড়াও আয়না দেখার ছলে
আমি ছুটে যাই তোমার চোখের পিছু
আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
পথে পথে পড়ে আছে জুইফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
মাঝে মাঝে ভাবি তুমি হলে হবো সুখী
মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ
দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা
জেনো ভাবনাই এক মনের অসুখ
সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা
যেই ঠিকানার নিশানা নেই কোথাও
সব পাখি তবু ফিরে যায় নীড়ে
নীড়হারা তুমি কোন বেদনা ওড়াও
আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
পথে পথে পড়ে আছে জুইফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল