![Khuni Totto](https://source.boomplaymusic.com/group10/M00/02/22/8b027f2eb21f4cdb96dd310d22cd0668_464_464.jpg)
Khuni Totto Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
যে কোন বন্দুকে, যে কোন তত্ত্বে
আমাকে খুন করা যায়
যে কোন বন্দুকে, যে কোন তত্ত্বে
আমাকে খুন করা যায়
নিজের হাতে নিজের লাশ
মর্গের ডোম পরাবাস্তব দাস
নিজের হাতে নিজের লাশ
মর্গের ডোম পরাবাস্তব দাস
ওদিকে প্রেমিকা ঘুঙুর পরেছে পায়
আমাকে খুন করা যায়
ওদিকে প্রেমিকা ঘুঙুর পরেছে পায়
আমাকে খুন করা যায়
ঘুঙুর এলিট ঘুঙুর সাব অলটার্ন
চোখ বেধে বলে দেয়া হলো রান
ঘুঙুর এলিট ঘুঙুর সাব অলটার্ন
চোখ বেধে বলে দেয়া হলো রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
জ্যান্ত মানুষ গাইছি কবর খানার গান
রান
রান
রান
রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
রান টেরোরিস্ট রান
জ্যান্ত মানুষ গাইছি কবর খানার গান