Bishonnotar Gaan Lyrics
- Genre:Metal
- Year of Release:2022
Lyrics
বিষণ্ণতার এক মধ্যরাত
বিষণ্ণ এই আমি
আলোর নিচে একা বসে
কত শোকের বর্ণমালায়
এলোমেলো সুরে বাঁধি
অর্থহীন কতো গান
মধ্যরাতের এই সুর
ভুলে যাবো সহসাই
সীমাহীন বৃষ্টির বর্ষণে
ধূসর পাহাড়ের চূড়ায়
নিস্তব্ধতা ভাঙে সপ্ন
হারায় এই ধরায়
আমাকে নিয়েছিলে ডেকে
উষ্ণতার গভীরে
বলেছিলে এই তবে ভালো
মুছে যাক আর সব
তারপর আরও কোন মোহে
সময়ের স্রোতে
দেখি আমি পরে আছি একা
লিখছি এই গান
সীমাহীন বৃষ্টির বর্ষণে
ধূসর পাহাড়ের চূড়ায়
নিস্তব্ধতা ভাঙে সপ্ন
হারায় এই ধরায়
কি সুখ খুঁজে যাও…
শূন্য করে আমায় আবারো
কি করে ভুলে যাও
সেই শিহরণ...
সীমাহীন বৃষ্টির বর্ষণে
ধূসর পাহাড়ের চূড়ায়
নিস্তব্ধতা ভাঙে সপ্ন
হারায় এই ধরায়
সীমাহীন বৃষ্টির বর্ষণে
ধূসর পাহাড়ের চূড়ায়
নিস্তব্ধতা ভাঙে সপ্ন
হারায় এই ধরায়