Shomoy Lyrics
- Genre:Metal
- Year of Release:2022
Lyrics
তুমি হীনা এই বেঁচে থাকায়
শূন্য হয়ে যাই,
শোকাহত আলো জ্বেলে
শূন্যতায় হারাই,
মনে পড়ে সেই শুভ্র কথা
হারানোর ভয়
এখন অনেক দূরে
তুমিহীনতায়
হায় সময়.. কত বদলায়
তোমায় মগ্ন ছিলাম
গভীর উষ্ণতায়
নিজের অস্তিত্ব ভুলে
তাই আজ গভীর বিস্ময়
প্রাণহীন এক মনে
হারাই আমি
কত হেটেছি এ পথে
এই শহরে
স্মৃতিগুলো আজ স্মৃতি
সময়ের ফাঁদে
এই ভাঙা শহরে
অজস্র কোলাহলে
আমি একা পরে আছি
বিষাদের ফাঁদে
হায় সময়... কত বদলায়
তোমায় মগ্ন ছিলাম
গভীর উষ্ণতায়
নিজের অস্তিত্ব ভুলে
তাই আজ গভীর বিস্ময়
প্রাণহীন এক মনে
হারাই আমি
আবারো একই পথে
হেঁটে যাই দুজনে
ঘাসের উপর লোহিত বিকেল
স্বপ্ন বুনে যাই নিরবে
গাঢ় উষ্ণতায় আবারো হারাই
আমরা দু'জনে আবেগে
জীবন ভালোবাসি
তুমি আছো বলে