![Prarthona](https://source.boomplaymusic.com/group10/M00/07/28/2a447ee6177c4dbea6e941ef4aa24199_464_464.jpg)
Prarthona Lyrics
- Genre:Metal
- Year of Release:2022
Lyrics
নির্বাক পৃথিবীর বুকে শুনি আজ বিভক্ত কোরাস
অজ্ঞানতার অসারতায়
ধর্ম শোকে মানুষের চিৎকার।
জাত, রং, বর্ণে আসক্ত নিয়মের বিভেদে
পারস্পরিক আগ্রাসনের মোহে
নিয়মিত গর্জন - হুংকার।
জানিনা... এর শেষ কোথায়
আলোর সীমানা আর কত ক্ষয়ের পর
জানিনা··· শেষ হবে কিনা
আরও অনেক মৃত্যু, আর ধ্বংস - ক্ষয়ের পর।
ভুলের ইতিহাসে একি অধ্যায় দেখি আবার
সবই স্বাভাবিক আজ আমাদের কেন মনে হয়।
বিসন্ন, ক্লান্ত, পরিশ্রান্ত সকল শবের শুধুই -
দীর্ঘশ্বাস শুনি জন-হীন নীরব সমাধির আঙিনায়।
জানিনা... এর শেষ কোথায়
আলোর সীমানা আর কত ক্ষয়ের পর
জানিনা··· শেষ হবে কিনা
আরও অনেক মৃত্যু, আর ধ্বংস - ক্ষয়ের পর।
চলো ফেলে দেই সব ঘৃণা গাড় নীল সাগরে
ভালবাসি এই সাদা মেঘ নতুন প্রভাতে
কত অন্তহীন প্রাণ চলে গেছে অসময়ে
ফুরিয়ে যাওয়ার আগেই ঝড়ে গেছে সংশয়ে
অবিরাম যুদ্ধের উৎসবে, শুন্য বিলীন প্রান্তরে
হে প্রভু দেখাও আমাদের পথ
আশা দাও, নিয়ে যাও সব দুঃখ-কষ্ট-শোক
লিখব আর কতকাল করুণ এ ইতিহাস
হে প্রভু দেখাও আমাদের পথ
আশা দাও, নিয়ে যাও সব দুঃখ-কষ্ট-শোক, লিখতে চাইনা
আর করুণ এ ইতিহাস