Shekor Lyrics
- Genre:Metal
- Year of Release:2022
Lyrics
তাঁরা ছিল শুরুতেই.
গ্রীষ্মের মুখরিত পথে
অথবা শীতের নির্জনে...আমার সাথেই
অনেক রাতে হাত বাড়িয়ে দেখেছি
কষ্ট ভয় দুঃখ হতাশায়
অথবা সব সুখে
সহসাই সব ভুলে নিজের অস্তিত্বে হারাই
ভুল ব্যাকরণে নিজের পথ সাজাই
ক্রমশ বেঁড়ে উঠা দূরত্বে
অতীত ভুলে যাই
অন্ধ চোখে সব স্মৃতি ভাসাই
ফিরে আশা হতাশায় কান পাতি
স্মৃতির শ্মশানে আবার ফিরে
দেখি বৃদ্ধ চোখ... হাসি অমলিন
ঘৃণা নেই তবু... তবু প্রার্থনা
সহসাই সব ভুলে নিজের অস্তিত্বে হারাই
ভুল ব্যাকরণে নিজের পথ সাজাই
ক্রমশ বেঁড়ে উঠা দূরত্বে
অতীত ভুলে যাই
অন্ধ চোখে সব স্মৃতি ভাসাই
আজ শুধুই স্মৃতিচারণ স্মৃতির দেয়ালে
অনেক দিনের অবহেলা বদলে হয়েছে আজ শোক
হয় নি বলা অনুভূতি মহাকালে হারিয়ে গেছো
সহসাই সব ভুলে নিজের অস্তিত্বে হারাই
ভুল ব্যাকরণে নিজের পথ সাজাই
ক্রমশ বেঁড়ে উঠা দূরত্বে
অতীত ভুলে যাই
অন্ধ চোখে সব স্মৃতি ভাসাই