Kalo Kokil Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2022
Lyrics
কালো কোকিল কলঙ্কেরই কালি লাগাইলো
আমার একূল-ওকূল জুড়ে ঢেউ জাগাইলো
কালো কোকিল কলঙ্কেরই কালি লাগাইলো
আমার একূল-ওকূল জুড়ে ঢেউ জাগাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
ও, কালো কোকিল কলঙ্কেরই কালি লাগাইলো
আমার একূল-ওকূল জুড়ে ঢেউ জাগাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
শীতের রাতে গায় রে কোকিল বসন্তেরই গান
এমন হইলে কেমন কইরে বাইন্ধে রাখি প্রাণ
শীতের রাতে গায় রে কোকিল বসন্তেরই গান
এমন হইলে কেমন কইরে বাইন্ধে রাখি প্রাণ
আমার অন্তরেরই ভাঙা ঘরে
বুঝি এতদিনের পরে
আমার অন্তরেরই ভাঙা ঘরে
বুঝি এতদিনের পরে বসন্ত আইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
নতুন কইরে বাইন্ধেছি এই দুঃখের জীবন
নতুন সুখে ভইরে আমি আছি সর্বক্ষণ
নতুন কইরে বাইন্ধেছি এই দুঃখের জীবন
নতুন সুখে ভইরে আমি আছি সর্বক্ষণ
আমার অন্তরেরই মধুপুরে
কুহু কুহু মধুর সুরে
আমার অন্তরেরই মধুপুরে
কুহু কুহু মধুর সুরে কোকিলে গাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
ও, কালো কোকিল কলঙ্কেরই কালি লাগাইলো
আমার একূল-ওকূল জুড়ে ঢেউ জাগাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো
ঘুমায়ে ছিলাম, আমার ঘুম ভাঙাইলো