Tumi Jaiona Jaiona Bondhure Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
তুমি এত বসর পরে আইয়া
শুধু একটু খানি দেখা দিয়া
এই প্রেমিকেরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
প্রেমিকেরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
প্রেমিকেরে কান্দাইয়া
তুমি এত বসর পরে আইয়া
শুধু একটু খানি দেখা দিয়া
এই প্রেমিকেরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
অভাগীরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
অভাগীরে কান্দাইয়া
আমি প্রেমিক পাগল দিন রজনী
তোমার প্রেমেতে মজিয়া
আমি প্রেমিক পাগল দিন রজনী
তোমার প্রেমেতে মজিয়া
তুমি পরান পাখী ময়না টিয়া ... ও বন্ধুরে
তুমি পরান পাখী ময়না টিয়া
এই অন্তরে মনের পিঞ্জরে
এই অন্তরে মনের পিঞ্জরে
আমি রাখবো তোমায় আদর দিয়া
এই অভাগীরে কান্দিয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
অভাগীরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
প্রেমিকেরে কান্দাইয়া
ঐ সাত রাজার ধন মানিক ও রতন
তুচ্ছ তোমার বুকে লইয়া
ঐ সাত রাজার ধন মানিক ও রতন
তুচ্ছ তোমার বুকে লইয়া
আমি রইব তোমায় হারাইয়া ... ও বন্ধুরে
আমি রইব তোমায় হারাইয়া
তুমি জানো না তুমি বোঝো না
তমি জানো না তুমি বুঝো না
এই অভাগীরে কান্দাইয়াব
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
অভাগীরে কান্দাইয়া
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
অভাগীরে কান্দাইয়া