Janite Chai Doyal Lyrics
- Genre:Folk
- Year of Release:2025
Lyrics
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি
আমরা বহুনামে ধরাধামে
বহুনামে ধরাধামে কত রকমে ডাকি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি
কেহ তোমায় বলে ভগবান
আবার গড বলে কেউ করে আহবান
কেউ খোদা কেউ জিহুদা কেউ কয় পাকিয়ান
আবার কেউ খোদা কেউ
জিহুদা কেউ কয় পাকিয়ান
গাইলাম জনম ভরে মুখস্থ গান
জনম ভরে মুখস্থ গান
মুখ বুলা টিয়াপাখি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি
সর্বশাস্ত্রে শুনিতে যে পাই
তোমার নাকি পিতামাতা নাই
তবে তোমার নামকরন কে
করলো সাঁই বসে ভাবি তাই
তোমার নামকরন কে করলো সাঁই বসে ভাবি তাই
তুমি নামি কি অনামি হে সাঁই
নামি কি অনামি হে সাঁই
আমরা তার বুঝি বা কি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি
আবার কেহ পিতা কেহ পুত্র কয়
ওরে বন্ধু বলে কেউ দেয় পরিচয়
তুমি সকলেরই সকল আবার কারো কিছু নয়
তুমি সকলেরই সকল আবার কারো কিছু নয়
তোমার যে আসল পরিচয়
তোমার যে আসল পরিচয়
কে জানে তা কি না কি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি
পাগল বিজয় বলে মনের কথা কই
আমি খাঁটি ভাবের পাগল নই
আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই
আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই
আমার বুকে যা নাই মুখে তা কই
বুকে যা নাই মুখে তা কই
কাঁটা কান চুলে ঢাকি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি
আমরা বহুনামে ধরাধামে
বহুনামে ধরাধামে কত রকমে ডাকি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি
জানিতে চাই দয়াল