Bondhu Aiba Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2022
Lyrics
বন্ধু আইবা একদিন আইবারে
সেই দিন আইসা বন্ধু
আমায় পাইবানা
ও বন্ধু আইবা...
তুমি আইবারে
সেই দিন আইসা বন্ধু
(রুনারে/আমারে) পাইবানা ।
আমি তোমারে ভালো বাসি,
এই জীবনের চেয়েও বেশী,
কোন দিনও বন্ধু
ভুলতে পারবোনা...
আমি তোমারে ভালো বাসি
এই জীবনের চেয়েও বেশী
কোনো দিনও ভুলতে পারবোনা
বন্ধু আইবা একদিন আইবারে
সেই দিন আইসা বন্ধু
আমায় পাইবানা
বন্ধু আইবা
একদিন আইবারে
সেই দিন আইসা বন্ধু
আমায় পাইবানা....
আমার বুক ফাটেতো মুখ ফুটেনা
মনে রাখি মনের বেদনা
মুখ দেইখা কেউ দু:খ বোঝেনা ।
আমার বুক ফাটেতো মুখ ফুটেনা
মনে রাখি মনের বেদনা
মুখ দেইখা কেউ দু:খ বোঝেনা
বন্ধু আইবা
একদিন আইবারে বন্ধু
সেই দিন আইসা বন্ধু
আমায় পাইবানা
বন্ধু আইবা
একদিন আইবারে বেইমান
সেইদিন আইসা পাষান
আমায় পাইবানা
যদি তোমার মনে ধরে
আরো ব্যাথা বন্ধু দিও মোরে
দোহাই লাগে বন্ধু
ভুইলা যাইওনা..
যদি তোমার মনে ধরে
আরো ব্যাথা বন্ধু দিও মোরে
দোহাই লাগে বন্ধু
আর জালাইওনা
বন্ধু আইবা একদিন আইবারে
সেইদিন আইসা বন্ধু
আমায় পাইবানা
ও তুমি আইবা
একদিন আইবারে বেইমান
সেইদিন আইসা পাষাণ
আমায় পাইবানা ।
আগে যদি জানতাম আমি
আমায় ভুইলা যাইবা তুমি ৷
তবে তোমায় মন সঁপিতাম না।
আগে যদি জানতাম আমি
আমায় ভুইলা যাইবা তুমি
তবে তোমায় ভালবাসতাম না
বন্ধু আইবা
একদিন আইবারে বন্ধু
সেই দিন আইসা বন্ধু
আমায় পাইবা না
ও তুমি আইবা
একদিন আইবারে পাষাণ
সেই দিন আইসা বন্ধু
(রুনারে/আমায়) পাইবা না।
এই জীবনে বন্ধু দুঃখ থাকবে না
পাগল জালাল বিনয় করে
দুঃখিনী (রুনা/আমি)
পাইলে তোরে
এই জীবনে বন্ধু দুঃখ থাকবে না
বন্ধু আইবা
একদিন আইবারে বন্ধু
সেই দিন আইসা বন্ধু
আমায় পাইবা না
বন্ধু আইবা
একদিন আইবারে পাষাণ
সেইদিন আইসা বেঈমান
আমায় পাইবা না।