
THE EYE COLLECTOR Lyrics
- Genre:Rock
- Year of Release:2022
Lyrics
আমি কুলাঙ্গার, আমি জন্মভীরু
আমি বিপথগামী, পশ্চিম থেকে শুরু
আমি কুয়োর গায়ক, বুক ফুলিয়ে ঘুরি
আমি অভিধানে নেই, শুধু আতশকাঁচেই ফুলঝুরি
Hypocrisy-এর মালিক, তাঁবুজোড়া কাটা ধান
ঠিক সময়েই গুছিয়ে নিচ্ছি, মুলে ভালো কিছু মানুষের কান
ঈষৎ উগ্র-ও বটে আমি, কানে আতর গুঁজেও ভগবান
আমি জালিয়াত বছরসেরা, টুকে সব-যুগের রাসায়নিক গান
হিসেব কেউ চাইলেই, দিচ্ছি দাবড়ানি, ধমক কষে
চোখে কালো কাপড় পরিয়েই কিনছি সব scholar-এর দামী চোখ
বিপ্লব সব ভাঁওতাবাজি, আমার আসুক টাকা ঘরে আরো
রাতবিরেতে বোতল খুলছেই তাতে হাল্কা হোক্ সাধুদের আরক
চোখে ছাদ দেখেও দেখছি না, চোখের মণি দুটো ঘোলাটে হয়
মা মেয়ে জরায়ু বেশ্যা, একাকার হয়ে ফুটে ওঠে আরো
শরীর, তাদের সকলের চোখে বুকে ভয়
যদি তোর মায়ের অস্তিত্ব অস্বীকার করি
রটিয়ে দিস আমি এক হিংসা
হাতে ধরা আঙুল revenue দাবী করলে বলবো
তুই সেই মহীনের চোখ
ওরা চশমা খোলে না, ওদের strip করি আমি
ওরা জমায়েত করে, vote-এর হাঁড়িকাঠ দামী
চোখে, কখনো বা কাটছে রাত, কাটছে হাত
ঝাপটের brasier-এ কামটের চোখ মারা, পেছন মারা
ঘোর কাটে তলপেটে, লাথি মেরে সপাটে
বোকাচোদা তোর কেত, সাজানো শপথ
কত মৈথুন পাল্টায় আমার আমার ক'রে
রাগ ক'রে জুজুবুড়ো মাল সাল্টায়
গতরে-বাহারে য্যানো লালন ফকির সাঁই
পেরেক মেরে মাগীদের আমি একটু বেশী খাই
শুয়োরের মতো মাগনা রুটি টুঁটিতে যতো
লোভে পাপ, পাপে ক্ষার, ক্ষারে গালাগাল খেতো
খেদানো বংশ শালা ফটকের বে-বেকার কথা
ঢপ্ চুদিয়ে নামাই আমার মাথাব্যাথা
কল্কে ধরতে শিখিনি তবু গাজনের শেপ, rape, খেপ খাটি
বংশীধারী আমি বালের ছ্যাঁচোড়, ফাটাই, সাঁটাই, লাটাই-বাটি
ফিতেগুলো টান মেরে, কামড় বসাই
সাপের মতো পায়ে পা জড়াই, এটা genuine
ওর সেই ঠান্ডা বুক, আমি ঘষে নিই নিজের পায়ে গায়ে
অপরিণত বুক আর লিঙ্গে স্বভাবে ওকে
বসাই কোলে কারণ ও পায়ের নীচের মাল
এবার ওরা ওর শরীর হয়ে আমার ভিতর ঢুকে গ্যাছে
ওরা লেখা পড়ে, ওরা আওড়ায়
বেঁকতে দ্যাখে, চেল্লাতে দ্যাখে
রক্তে চুমু খেতে দ্যাখে সেইসব রাত্রে