
BIGGYAPON 2 Lyrics
- Genre:Rock
- Year of Release:2022
Lyrics
সেই লাল শার্ট
চোখে চশমা
না না আর ভাবছি না আমি
সেরকম কিছু ভাবছি না
আবার প্রত্যেকটা মুহূর্তে
হেরে যাওয়ার আগে
একটু করে বেঁচে উঠতে চাইছি
এক জ্বালা এক যন্ত্রণা
রোজ রোজ পেতে পেতে আর
আর পারছিনা
কেউ ভালো রাখেনি
কেউ না
কখনো একটু
প্রতিবাদটুকু ভুলে
কখনো একটু
প্রতিবাদটুকু ভুলে
জানাজানি হয়ে যাক
সবার কাছে
জানাজানি হয়ে যাক
সবার কাছে
আমাদের সম্পর্কে
দিচ্ছি না সময়
একঘেয়ে রোজ-রোজ
বোঝাতে কেউ চাই না আর
অতীতের দিকে
ফিরে তাকালে
দেখছি ভুলের হিসেব
মৃত্যুর পাতায়
অতীতের দিকে
ফিরে তাকালে
দেখছি ভুলের হিসেব
মৃত্যুর খাতায়
সবার হাতে-হাত
মনে ভালোবাসার আঘাত
আমি নেহাত
খুঁজছি বাঁচার অজুহাত
আমি নেহাত
খুঁজছি বাঁচার অজুহাত
আমি বিজ্ঞাপন
আমি বিজ্ঞাপন
আমি বিজ্ঞাপন
আমি বিজ্ঞাপন
শুধু তোকে
জানতে দিতে
চাইনি
রাত্রের সাদা চাদরে
তোকে জড়িয়ে
কেঁদেছি
আজকের পর আমি
আর নেই কোথাও জানি
আজকের পর আমি
আর নেই কোথাও জানি
অন্য কাউকে দেখে
ভাবিস না
বেঁচে আছি
বেঁচে আছি
আর বেঁচে নেই আমি
আর বেঁচে নেই আমি
আর বেঁচে নেই আমি
আর বেঁচে নেই
আর বেঁচে নেই
আমি
আর বেঁচে নেই
আমি
তোকে ভালোবাসি
তোকে ভালোবাসি
তোকে ভালোবাসি
এখনো
তোকে ভালোবাসি
তোকে ভালোবাসি
তোকে ভালোবাসি
এখনো
কেউ ভালো রাখতেই চায়নি
কেউ না