
ALISHA Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
এই চার দেওয়ালের
একটা সত্যি কথা
আজ তোকে
বলতে ইচ্ছে করছে
জানি তুই
আজকাল অন্য কারো
সাথে টুকটাক কথা
বলছিস হয়তো ভালো-ও লাগছে
শোন, তবু জেনে রাখ
এই ছোট্ট একটা বিষয়
আছে যেটা তুই
না জানলে চলবে না
বলছি কারণ
আমি চিনি, জানি
তোকে তুই কি চাস
আর দিনের শেষে
তুই আর কাউকে পাবিনা
কারণ আমার,
এইটুকু বিশ্বাস আছে
পাবি না আর কাউকে
আমার মত
কাটুক যত সময়
তোর আশেপাশে
তবুও জানি তোর
কিছু যায়
আসবে না
যদি সেই
নতুন মানুষ
পাশে আমার মত না হয়
কারণ তুই এখন
একটু একটু মোহগ্রস্ত
আর ভাবছিস
যে এটা পাবি
কিন্তু সত্যি নয়
এটুকু বলতে পারি
যা খুশি করে নে
তবুও যাকে চাস
তাকে পাবি না, পাবি না
আমি তোর থেকে
যতই থাকি দূরে
আমি ছাড়া
আর কেউ
তোর নয়