Biggyapon Lyrics
- Genre:Rock
- Year of Release:2022
Lyrics
স্বপ্নগুলো চেনা ছিলো
শিশির ভেজা ঘাস
ঘাসের ওপরে আলতো শিশিরের দাগ
নতুন স্বপ্ন
নতুন ভোরবেলা
প্রত্যেকেই তো চায়
মনে পড়ছে সেই দিনটা
শোভাবাজার মোড়ে আমি দাঁড়িয়ে
রাস্তার ধারে সদ্য ধরানো একটা সিগারেটের ধোঁয়ায়
চারিদিক যখন আচ্ছন্ন
হঠাৎ করে
রাস্তা দিয়ে তুই চলে গেলি
এলো চুলগুলো কপালে উড়ছে
লাল শার্ট
চোখে চশমা
স্বপ্নালু পরিবেশ
না না না
ভালো আমি বাসিনি
ভালোবাসা কবিদের হয় নাকি
প্রেমিক তো কবিরা হয় না
পাঁচটা মিনিট পর একটা খবর
সামনের রাস্তার মোড়ে একটা
দুর্ঘটনা
বাকি পুরোটাই অতীত
লেখা হয়নি তোকে সেই চিঠি আজও
সুরগুলো কালো আর অগোছালো
তুমি আছো একইভাবে স্মৃতি হয়ে
আমার মানুষ চেনার ভুয়ো ভিড়ে
ছেড়ে দিও যা আছে মুঠোয় ধরা
আমি উবে যাবো অতীত সেজে
সুখে রাখা হয়ে উঠলো না পোশাকী
আমি স্বার্থপর ভুলে ভরা একাকী
হাসিমুখে আছি এই বেশ
তোমায় ছেড়ে অবশেষ
মুক্তি চেয়েছিস অগোচরে
বিদ্রোহের আগুনগুলো আমার সারা শরীর গ্রাস করছে
প্রত্যেকটা শিরা উপশিরায় আমি অনুভব করতে পারছি
ছেড়ে চলে যাওয়া প্রত্যেকটা মানুষ
কেউ ভালো রাখেনি
কেউ না
আমার কবিতার ছেঁড়া শব্দগুলো
বিষিয়ে দিয়েছে আমায়
আর সেই বিষের মাশুল গুণতে গুণতে
আমি শেষ
প্রতিবাদের অভিনয়ে ভুলেছি তোকেই
নষ্ট সময়ে খুঁজেছি আকাশ
বুঝিনি কখন খুব চেনা মুখটা
রয়ে গ্যাছে হয়ে পরবাস
বলবো না ফিরতে তোকে
ধরতে হাত আবার
কবি হওয়া হলো না
আমি বিজ্ঞাপন
উদাসীন থাকিস্
যদি মৃত্যুও হয় আমার
ভালোবাসা হলো না
আমি বিজ্ঞাপন
পুড়িয়েছি সব কবিতার খাতা
আমার পরাধীন স্তাবকতা
ভিড়ে ক্লান্ত আমি
মুখ ফিরিয়ে নাও
মুখোমুখি লড়ে যাবো বাস্তবতা
বুকে জমা ক্ষত
আজ শান্ত থাক্
নির্ভেজাল মুগ্ধতায়
শরীর জুড়ে তোর
প্রতিকী অভিশাপ
চিৎকারের সন্ত্রাস
বৃষ্টিভেজা রক্তের স্রোতে
আমার প্রলাপ
ছাই হওয়া মিথ্যায়
সুখে থাকিস
কারুর কাঁধে
ভুলে হাসিস সবকিছু
বাকি দায়
চোখের জলের
আমি
বিজ্ঞাপন
আমি
বিজ্ঞাপন
আমি
বিজ্ঞাপন
আমি
বিজ্ঞাপন