![Preme Shudhu](https://source.boomplaymusic.com/group10/M00/02/01/396214159d2249768935e179c8a7b9d0H3000W3000_464_464.jpg)
Preme Shudhu Lyrics
- Genre:Others
- Year of Release:2025
Lyrics
প্রভু তোমার নামের গান গেয়ে যাবো
কন্ঠে দিও তুমি প্রাণের সুধা
তোমার মহিমা নিয়ে গান শুনাবো
লিখে যাবো তোমার ঐ নিলীমা
লিখবো তোমার মহত্ব প্রভু তুমি কত আ'লা
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
তুমি মহান আল্লাহু আল্লাহ
রাতের আকাশ প্রভু করে ঝলমল
তোমার জিকির মনে বাজে হরদম
সাগর পাহাড় আর ঝর্ণা নহর
তোমার মহিমা কত গেয়ে যায় মন
গেয়ে যাই তোমার হামদ ও সানা
কন্ঠে বাজে সাদা জিকরুল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
তুমি মহান আল্লাহু আল্লাহ
সৃষ্টি করেছ তুমি জাহান
সবই তোমার দয়ার ফসল
মৌমাছিরাও সরে তোমায়
তোমার রহম পেতে চাই অবিচল
তোমার জিকিরের মালা পরে জপে তারা শুধু ইল্লাল্লাহ