Bariwala Nai Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
গানের পাখিরা যায় চলে যায়
নিড়ে ফেরে, দূর অজানায়।
মাসজিদে শুনি এলান নাই দাদু ভাই
সবই আছে পড়ে বাড়িওয়ালা নাই|||
•তুমি যে ছিলে সবার অতি আপন
কি জাদু ছিলো তোমার মধুর আলাপন।
আপন মনে কত সুর লিখেছো
প্রভুর গরিমা আর মরমি কথা'য়|||
•কত-না মায়ার সুরে তার লেখা গান
গেয়েছে শিল্পী কবি কত অফুরান।
রব ভোলা মানুষেরা ফিরে পেতো ঈমান
ওগো প্রভু দাও জান্নাতে ঠাঁই|||