![Majhi Baiya Jao Re](https://source.boomplaymusic.com/group10/M00/02/19/a1b6f37f2bb54822807cae89f66965a6_464_464.jpg)
Majhi Baiya Jao Re Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
মাঝি বাইয়া যাও রে
অকুল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও রে
ভেন্না কাষ্ঠের নৌকা খানি
মাঝখানে তার বুরা
(নৌকার) আগার থাইকা পাছায় গেলে
গলুই যাবে খইয়া রে
দীক্ষা শিক্ষা না হইতে
আগে করছো বিয়া
(তুমি) বিনে খতে গোলাম হইলে
গাইটের টাকা দিয়া রে
বিদেশে বিপাকে যারও
বেটা মারা যায়।
পাড়া-পরশি না জানিয়ে
জানে তারও মা’য়ও রে