![Boycott Hok](https://source.boomplaymusic.com/group10/M00/06/13/bb17d00ad22343cd84328086ef8d929c_464_464.jpg)
Boycott Hok Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
বয়কট কোক, হোক বয়কট
— এনায়েতুল্লাহ ফাহাদ
আমি তো ভাই কিনবো আর
ইসরাইলের পণ্য
কিনলে তুমি মনে রেখো ভাই
ওদের হবে গণ্য।
জানো কি ভাই তুমি?
তোমার টাকা দিয়ে ওরা মারছে মুসলমান
চাও কি তুমি আপন ভাইয়ের দিয়ে দিবে প্রাণ/জান
বয়কট কোক—হোক বয়কট, তোলো যে স্লোগান...
ঈদ বাজারে অচল করো
থাকবে না আর কোক,
যে দোকানিই রাখবে সেটা
বয়কট করা হোক ।
আমরা যদি হয় একটু তৎপর সচেতন
বানচাল হবে ওরা, চলবে না বিজ্ঞাপন
জানো কি ভাই তুমি?
.........
কোকপেপসি বয়কট করা
ঈমানের এক দাবি,
রক্ত ফোঁটায় ভিজবে গলা
কেমনে তুই তা খাবি।
প্রতিবাদ করে আমরাই করতে পারি বন্ধ
কোমল পানীয় নয়, আছে শুকুরের গন্ধ
জানো কি ভাই তুমি?
......