Eso Deshtake Valobashi ft. Faiza Joya Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
এসো দ্বিধাদ্বন্দ ভুলে আমরা সবাই মিলে
এই দেশটাকে ভালোবাসি
এইদেশকে ভালোবেসে
দেশের বিপদে
থাকি সবাই পাশাপাশি
এসো দেশটাকে ভালোবাসি।।
ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ
ভুলে গিয়ে লোভলালসা
দেশের প্রতি বাড়িয়ে দিই সবার ভালোবাসা
এ ভালোবাসা দিয়ে ফোটাবো মোরা
সবার মুখে হাসি
আসে যদি কোন বাধা
রুখবো মোরা একই সাথে
জীবন বাজি ধরবো মোরা
হাত রেখে হাতে
এ ভালোবাসা দেখে এরশা
করবে বিশ্ববাসী।