Ma Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
মাগো তোমার কথা মনে পরে
বুঝেছি মাগো অজানা বাঁধনে
রয়েছো তুমি হৃদয় গহীনে
বেঁচে আছো মাগো আমার স্মৃতিতে!
মা।।। মা।।। ওগো মা।।।
মাগো তোমার পরশে আপ্লূত হয়ে
ভালবাসার প্রদ্বীপে দিয়েছিলে মন ভরে,
স্বপ্ন দিয়েছো আমার এই অন্তরে
নয়ন ভাসে মাগো এখন অশ্রু জলে!!
মা।।। মা।।। ওগো মা।।
তোমার ভালবাসা বুকে লুকিয়ে
আজও রয়েছো মাগো আমারই হৃদয়ে,
তুমি হীনা মা গো হৃদয় আমার
খুঁজে বেড়ায় ভালবাসা এ ধরায়!!
মাগো তোমার কথা মনে পরে
বুঝেছি মাগো অজানা বাঁধনে
রয়েছো তুমি হৃদয় গহীনে
বেঁচে আছো মাগো আমার স্মৃতিতে!
মা।।। মা।।। ওগো মা