Ontore Tui Shudhu Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
অন্তরে তুই শুধু সুখেরই ঠিকানা
কত ভালোবাসি তোকে কেউ তো জানে না।
তুই যে আমার প্রিয় স্বপ্ন সাধনা।
কত ভালোবাসি তোকে কেউ তো জানে না।
চাওয়া পাওয়া সবকিছু তোকে ঘিরে
রেখেছি বুকেরই মাঝে যতনও করে।
কি দিয়ে দেব আমি তোরই তুলনা।
পাগল এ মন শুধু দেয় যে পাহারা
লাগে না লাগে না ভালো তোকে ছাড়া।
ধরেছি ও দুটি হাত ছেড়ে দেব না।