Thomke Diyese Amay Nirobota ft. Faiza Joya Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
থমকে দিয়েছে আমায়
নীরবতা
একাকিত্ব মনে আজ
শূন্যতা...
নিকষকালো মেঘে
ছেঁয়ে গেছে মন
দুচোখ জুড়ে শুধু
অশ্রু শ্রাবণ....
আজো একা পায়চারি
সেই চেনা পথে
যদি আসো বেলা শেষে
কোন গোধূলিতে...
স্মৃতিগুলো যেন সবিই
শুধু ঝরা পাতা
শ্রাবণ জলে ভিজি একা
সঙ্গী মৌনতা...
তবে কি মিথ্যে ছিল
সেই অনুভূতি
আবেগী প্রণয় আর
প্রেমের প্রতিশ্রুতি....
স্বপ্নগুলো ছিল মিছে
সুখ মরিচিকা
বেদনারিই নীল কালিতে
প্রেমের পদ্য লিখা...!!!