Chupi Chopi Gopone Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
চুপি চুপি গোপনে আসো তুমি স্বপনে,
কলিজার মাঝখানে আছো তুমি যতনে ।
জানেনা কেউ তা কিযে করেছি,
তোমার নামে হৃদয় লিখে দিয়েছি ।
অপরূপ ঐ রূপ নন্দন কালো চুল
তোমাতে হয়েছি পাগল দাওনা গলে প্রেমো ফুল
আমি তো কবি না কোন ছন্দ জানিনা
তোমায় নিয়ে তবু গীত লিখেছি।
আকাশের ঐ চাঁদ ভালো লাগেনা,
বারে বারে তোমায় দেখি কেন জানিনা।
রংধনুর সাত রং তুলিতে মেখে
মনের দেয়ালে তোমার ছবি এঁকেছি।