Shartho Sheshe Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
স্বার্থ শেষে মানুষগুলা বেইমান হইয়া যায়
ওরে সার্থশেষে মানুষ গুলা বেইমান হইয়া যায়
বুকের ভেতর বসত কইরা নিজের ভাগ্যটারে গইড়া
আঘাত করে সোজা কলিজায় --
যেই মানুষটার জন্য সইবা পাহার সমান দুঃখ
তোমার ঘরে আগুন দিতে কাপবেনা তার বুক
নিজের ভালো সবাই বোঝে অসহায়রে কে আর খোজে
তুমি মরলে কার কি আসে যায়
অর্থ থাকলে মুখ দেখিয়া বুঝে সবাই দুঃখ
শুন্য পকেট হইলে দেখবা নাই কেউ আপন লোক
নিজের ভালো সবাই বোঝে অসহায়রে কে আর খোজে
তুমি মরলে কার কি আসে যায়