![Tomer Preme Ato Jala](https://source.boomplaymusic.com/group10/M00/10/22/a7bc33ea653c49018ecb54cdbbfa82dbH1500W1500_464_464.jpg)
Tomer Preme Ato Jala Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
তোমার প্রেমে এত জ¦ালা
বুঝি নাই তো আগে
দিবানীশি অন্তর মাঝে
দু:খের আগুন লাগে।
প্রেমের নামে ছলছাতুরী
হইলো মনে বিষের ছুরি
সুখের নদী মইরা যে তাই
দু:খের চরায় জাগে।
রূপে তোমার হইয়া পাগল
বেসেছিলাম ভালো
রূপের মায়ায় বুঝি নাই রে
মন এত কালো।
সর্বনাশা প্রেমের নেশায়
পরলাম যে কোন সুখে।
সুখের নদী মইরা যে তাই
দু:খের চরায় জাগে।
মনে তোমার নাই রে দয়া
নাই রে বন্ধু মায়া
এই মনে যে সারাটিক্ষণ
সেই মুখেরই ছায়া।
চোখের জলে হইলো নদী
তোমার দেওয়া দু:খে।
সুখের নদী মইরা যে তাই
দু:খের চরায় জাগে।