Valobasher Moyna Pakhi Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
আমার ভালোবাসার ময়না পাখি
উড়াল দিয়া দিলি ফাকিঁ
মনের খাচাঁ ভাঙ্গলি রে তুই
ভাঙ্গলি রে এই মন।
তুই বিনে যে প্রান বাচেঁ না
ভাসে রে নয়ন।
মনের ঘরে যতন করে
রেখেছিলাম তোরে
কোন দোষেতে ভাঙ্গলি রে মোন
চইলা গেলি দূরে।
বেচেঁ থেকেও মনের যেন
হইলো রে মরণ।
তুই বিনে যে প্রান বাচেঁ না
ভাসে রে নয়ন।
তোর পরানে আমার পরান
ছিল যেন বাধা
কেমন কইরা ভুইলা গেলি
বুঝলাম না সে ধাঁধা।
কেমন করে ভুইলা রইলি
না করিয়া স্মরণ।
তুই বিহনে প্রান বাচেঁ না
ভাসে রে নয়ন।