![Adore Sohage Rakhi](https://source.boomplaymusic.com/group10/M00/10/19/ecc58e3a285e4da887f0b2b0b4c0ac1aH3000W3000_464_464.jpg)
Adore Sohage Rakhi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ওরে আমার সোনা পাখি
আয় রে কাছে আয়
আদরে সোহাগে রাখি
বুকেরি খাঁচায়।
আদরে যতনে রাখি
মনের পিঞ্জিরায়।।
কলিজার ভিতরে তোরে
দিবো থাকিতে
তারা কোরে রাখবো আমার
দুটি আখিতে।
তোরি প্রেমেরি জ্বালায়
মরি হায় রে হায়।।
নজরে নজরে রাখি
সারাটি বেলা
দুই নয়নের আড়াল হলে
কান্দি একেলা।।
হলে চোখের অন্তরায়
বুকে ধর ফরায়।।