![Jor Koira Piriti](https://source.boomplaymusic.com/group10/M00/09/21/2e99074020714295b2c43e84201b0116H3000W3000_464_464.jpg)
Jor Koira Piriti Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
না বুইঝা মনের গতি গো
না জাইনা প্রেমের রিতি
জোর কইরা কর'তে যাইয়ো না পিরিতি
হায় গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
না বুইঝা মনের গতি গো
না জাইনা প্রেমের রিতি
জোর কইরা কর'তে যাইয়ো না পিরিতি
হায় গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
তোমার মন চায় গো যারে
সে যদি না চায় তোমারে
তার পিছোনে, ঘোড়ার ফল হয় সাংঘাতি
তোমার মন চায় গো যারে
সে যদি না চায় তোমারে
তার পিছোনে, ঘোড়ার ফল হয় সাংঘাতি
একদিন চিল্লাইয়া জানায়
দিলে শেষে হবা,বেজ্জতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
না বুইঝা মনের গতি গো
না জাইনা প্রেমের রিতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
হায় গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি