![Ai Chilo Tor Mone](https://source.boomplaymusic.com/group10/M00/10/24/68502643548344b5977db3278615a388H3000W3000_464_464.jpg)
Ai Chilo Tor Mone Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
এই ছিল তোর মোনে বন্ধু
এই ছিল তোর মোনে
ভাঙ্গা গড়ার খেলা রে তুই
করবি আমার সনে।
মনের খাঁচা ভাইঙ্গা রেতুই
উড়াল দিলি বনে
ভাঙ্গা গড়ার খেলা রে তুই
করলি আমার সনে।
ও.... মনের সাথে মন মিলাইয়া
মনে বসত নিয়া
মন ভাঙ্গিয়া উড়াল দিলি
কান্দে আমার হিয়া।২
আমার মনে তোর বসতি
তোর মনেতে কার সনে।
এই ছিল তোর ————
ও..... আমারে তুই প্রেম শিখাইয়া
পাগল ও বানাইলি
বিচ্ছেদ জ¦ালা বুকে দিয়া
নয়নও ভাসাইলি।২
নয়ন জলে হয়রে নদী
প্রতিদিন প্রতিক্ষণে।
এই ছিল তোর