![O Amar Priya Re](https://source.boomplaymusic.com/group10/M00/07/05/78087e35f2c1437ab3c68772eae92538_464_464.jpg)
O Amar Priya Re Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ও আমার প্রিয়া রে তোমারে নিয়া রে
বান্ধুম আমি ঘর।
কইলজার মধ্যে রাইখা দিমু
সারাজীবন ভর।
তুমি আমার আমি তোমার
জানুক শত লোকে
তোমারে লেইখা দিমু
জমিন এই বুকে।
তোমারে ... বুকে।
ও চোখের ইশারাতে
কার বসবাস
আমারই হইলো বুঝি
হইলো সর্বনাশ।
ধুরু ধুরু কাপেঁ যে বুক
চোখ পড়িলে চোখে
তোমারে লেইখা দিমু
জমিন এই বুকে।
তোমারে ... বুকে।
ও মোনের মনিকোঠায়
আমার এই মোন
হারিয়ে ফেলেছি কবে
কি করি এখন।
ও মোনে সারজীবন
রইবো সুখে দুখে
তোমারে লেইখা দিমু
জমিন এই বুকে।
তোমারে ... বুকে।