A tribute to the legend (AB) Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে।
ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে।
মাধবী'র রাত আজও নীল বেদনায়
কেটে যায় কোন ঘুমন্ত শহরে।।
তারা ভরা রাতে সুখী ছেলেটা
রূপালী গিটার হাতে
এখন অনেক রাত, যদি ভুল করে
চাঁদ মামাকে ডাকে-
তবে রাতের তারা ভাসে জল জোছনায়
সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
ফেরারী মন শুধু খুজে যায় তোমাকে-
ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!
তাই ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!
আপন কেউ নাই আমার
তাই দূরের তোমাকে
জন্মহীন নক্ষত্র জানে
কষ্ট কাকে বলে
ঐ রোদ্দুর জানেনা
বহুদূরে যেতে হবে আমাকে
রাত জাগা পাখী হয়ে পালতোলা নায়
কোন দুঃখীনি রাতে-
ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!
তাই ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!
ভাড়াখাটা গীটারের ভাড়াখাটা এক প্রেমিক
যায় সাড়ে তিন হাত মাটির ভেতরে
সেই খবর আজ হকার বিলায়
হাসতে দেখার গান কানে বেজে যায়
ছোট্ট উপমার এই বাংলাদেশে-
ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!
তবু ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!