Nijer Sathe ft. Meghla Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
দেখেছি ঐ সুদূরে বিশালতায় ঘেরা আকাশ
সীমানাহীন মেঘেদের আড়ালে সে নিঃস্ব আঁধার
দেখেছি ঐ সুদূরে বিশালতায় ঘেরা আকাশ
সীমানাহীন মেঘেদের আড়ালে সে নিঃস্ব আঁধার।
নিজের সাথে
একা একান্তে
মনের অজান্তে
স্মৃতির আড়ালে
মনের খেয়ালে ভেসে ভেসে..
দেখেছি ঐ সুদূরে নীরবতায় ঘেরা পাহাড়
সীমানাহীন সবুজের আড়ালে সে নিঃস্ব আঁধার
কি করে তার চেয়ে বেশি হতে পারে কারও কষ্ট!
কি করে তারচেয়ে গভীর হতে পারে একাকীত্ব!