Jhapsa Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
ভাবনাগুলো মেঘ হয়েছে
বৃষ্টি ড্রইং খাতায়
ছিপ, নৌকো, খেলনা বাড়ি
ছোট্ট হাতের পাতায়।
দেয়াল জুড়ে গল্প কত
ধূসর ক্যালেন্ডার
এক পলকে নেয় ফিরিয়ে
সেই অতীত আবার।
ঝাপসা, আজো মাথার ভেতর
খোলা ডায়েরির পাতা।
জানালা ভরে আলোর রেখা
ঘুম চোখ মায়াভোর
আঁকিবুকি কাঠপেন্সিল
চিনে নেয় অক্ষর।
ভিজে যায় তবু মাথার ওপর
একটি ছেঁড়া ছাতা।