Brishti Akash (বৃষ্টি আকাশ) Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
বৃষ্টি আকাশ
ঘন কালো মেঘ
কখনো অঝোর ধারায়
কখনোবা কুয়াশার মত
ঝরে যায়।
বন্ধ চোখে
দু'হাত মেলে দিয়ে
আমি ভিজি দমকা হাওয়ায়
তোমার নিঃশ্বাসের
ছোঁয়ায়।।
বৃষ্টি ঝরে যায়
আমার কানে মধুর রিমঝিম বাজে
বৃষ্টি ঝরে যায়
বজ্র নিনাদ ছুঁয়ে শিহরন জাগে
ডাকেও কি তোমায়??
এমন বৃষ্টিতে ভিজব দু'জন
কোনদিন, কোন রাতে
হুড খোলা রিক্সায়
কিংবা কোন পায়ে হাঁটা ফুটপাতে
বৃষ্টি ঝরে যাবে
তোমার চুলের কোনে মুক্তো হয়ে
বৃষ্টি ঝরে যাবে
তোমার চিবুক বেয়ে কোন নদী হয়ে
নিয়ে যাবে আমায়।।